মহান আল্লাহর গুণবাচক নামগুলো 'আসমাউল হুসনা' নামে পরিচিতি। নামগুলো ত্রুটিহীন ও পুরোপুরি বাস্তব এবং পরিপূর্ণ অর্থবোধক। একেকটি নাম ধারণ করছে মহান আল্লাহর পরিচিতি সংক্রান্ত অশেষ জ্ঞানের প্রবাহ।
মহান আল্লাহর গুণবাচক নামগুলো 'আসমাউল হুসনা' নামে পরিচিতি। নামগুলো ত্রুটিহীন ও পুরোপুরি বাস্তব এবং পরিপূর্ণ অর্থবোধক।একেকটি নাম ধারণ করছে মহান আল্লাহর পরিচিতি সংক্রান্ত অশেষ জ্ঞানের প্রবাহ।
মহান আল্লাহর সুন্দর নামগুলোর অর্থের অতল গভীরতা পুরোপুরি উপলব্ধি করা কল্পনাতীত। তবুও এই অসীম জ্ঞান-সিন্ধুর বিন্দু বিন্দু জ্ঞানও আমাদের হৃদয়গুলোকে উজ্জ্বল এবং জীবনে বিপ্লব বয়ে আনার জন্য যথেষ্ট।
মহান আল্লাহ পবিত্র কুরআনের সুরা আরাফ-এর ১৮০ নম্বর আয়াতে বলেছেন, ‘আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক।’
সুরা আসরা'র ১১০ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, 'হে নবী আপনি বলুন: আল্লাহ বলে আহ্বান কর কিংবা রহমান বলে, যে নামেই আহ্বান কর না কেন, সব সুন্দর বা সেরা নাম তাঁরই।
মহান আল্লাহর পবিত্র নামগুলোর অর্থ ও ব্যাখ্যা জানার মাধ্যমে মহান আল্লাহকে আরও ভালোভাবে চেনার, ডাকার এবং মান্য করার ও তাঁর নৈকট্য অর্জনের চেষ্টা করা আমাদের সবার কর্তব্য।
এই ভিডিওতে ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিগণ সম্মিলিতভাবে মহান আল্লাহ ৯৯ নাম বা আসমাউল হুসনা তেলাওয়াত করেছেন। ভিডিওটির দৃশ্যায়ন করা হয়েছে ইরাকের নাজাফ আশরাফে অবস্থিত আমিরুল মোমেনীন হযরত আলী (আ.)-এর মাজারে।#