ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড আজ (সোমবার) নতুন ক্ষেপণাস্ত্র ‘কাসেম’ নিক্ষেপের একটি ফুটেজ প্রকাশ করেছে। এর আগে গতকাল (রোববার) সংগঠনটির পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্রের ছবি ও ভিডিও প্রদর্শন করা হয়।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয় ‘কাসেম’।
ভিডিওতে দেখা যায় আল-কুদস ব্রিগেডের একজন যোদ্ধা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের জন্য প্রস্তুত করছেন এবং পরে তা একটি জলাশয় থেকে ইসরাইলে নিক্ষেপ করা হয়।
আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন, এটি একটি উন্নত ক্ষেপণাস্ত্র। ইহুদিবাদীদের বিরুদ্ধে আমরা যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি তার মধ্যে ‘কাসেম’ ক্ষেপণাস্ত্র ছিল। কাসেম ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের দূরবর্তী স্থানে নিখুঁতভাবে আঘাত হেনেছে বলে তিনি জানান।
তিনি বলেন, কাসেম ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরাইলের সেনা অবস্থান ও অস্ত্র গুদামে আঘাত হানা হয়েছে।
ইরানিদের প্রাণপ্রিয় জেনারেল কাসেম সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ হন।
তিনি মসজিদুল আকসা মুক্তির সংগ্রামে সব সময় সমর্থন ও সহযোগিতা দিয়েছেন। এ কারণে তাঁর শাহাদাতের পর ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসসহ ফিলিস্তিনি সংগঠনগুলো কাসেম সোলাইমানিকে বায়তুল মুকাদ্দাসের শহীদ হিসেবে ঘোষণা করেছেন।#