ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের জনগণের প্রতিরোধ হচ্ছে শত্রুদের বিরুদ্ধে বিজয়ের চাবিকাঠি। তিনি ফার্সি নববর্ষ ১৪০০ সাল উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক বাণীতে এ মন্তব্য করেছেন।
হাসার রুহানি তার নববর্ষের বাণীতে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং তার দেশের বিরুদ্ধে পাশ্চাত্যের চাপিয়ে দেয়া নিপীড়নমূলক অর্থনৈতিক যুদ্ধের তীব্র সমালোচনা করেন।
প্রেসিডেন্ট রুহানি বলেন, বিগত ফার্সি বছরে ইরানি জনগণ এমন সময় করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে যখন তাদেরকে বহির্বিশ্ব থেকে কোনো সাহায্য তো করা হয়নি বরং উল্টো তেহরান বিদেশ থেকে নিজের পাওনা অর্থ পর্যন্ত আনতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, তারপরও ইরানি জনগণের ধৈর্য ও প্রতিরোধের কারণে তাদেরকে শত্রুরা নতজানু করতে ব্যর্থ হয়েছে। শত্রুরা আজ একথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে, ইরানি জনগণের সঙ্গে বলদর্পী আচরণ করে জয়ী হওয়া যাবে না। এ কারণে তারা তিন বছর পর আবার ইরানের সঙ্গে সংলাপ ও আলোচনার পথে আসতে শুরু করেছে।#