ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মোহাম্মাদপুর শিয়া মসজিদ কমিটির বিক্ষোভ মিছিল

Bangla Radio 61 views
ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে মোহাম্মাদপুর শিয়া মসজিদ কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে এই কর্মসূচি পালিত হয়। হোসাইনি ট্রাষ্ট এই কর্মসূচি পালন করে।

জুমার নামাজ শেষে শিয়া মসজিদে অনুষ্ঠিত সংক্ষিপ্ত  বিক্ষোভ সমাবেশে হুসাইনি ট্রাষ্টের নেতারা ইসরায়েলি হামলা স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। মোহাম্মদপুর শিয়া মসজিদের খতিব মাওলানা নাকি ইমাম রাজাভি বলেন, বিশ্ব বিবেককে উপেক্ষা করে ফিলিস্তিনে হামলা চালানো হচ্ছে। ‌ তিনি স্থায়ীভাবে ইসরায়েলি এই হামলা বন্ধের আহ্বান জানান।

তিনি আরো বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের হামলাকে মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে এর বিচার দাবি করেন। শিশুসহ ফিলিস্তিনের নিরীহ নারী-পুরুষের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। অথচ জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের মতো সংগঠনগুলো ‘নীরবতা’ পালন করে আসছে। এ বিক্ষোভে সংগঠনগুলোর নেতা–কর্মীরা ছাড়া সাধারণ মুসল্লিরাও যোগ দেন।#

Add Comments