ইন্দোনেশিয়া থেকে মুক্ত হলো ইরানি তেলবাহী জাহাজ

Bangla Radio 41 views
ইন্দোনেশিয়ার পানিসীমায় ১২৫ দিন আটক থাকার মুক্ত হয়েছে ইরানি তেলবাহী জাহাজ 'হর্স'।

গত ২৪ জানুয়ারি ইন্দোনেশিয়া ইরানের এই জাহাজকে আটক করেছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় সব প্রক্রিয়া সম্পন্ন করে জাহাজটিকে মুক্ত করা হয়েছে। এ ক্ষেত্রে ইরানের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা সার্বিক সমর্থন ও সহযোগিতা দিয়েছে।

মুক্ত হওয়ার পর ট্যাংকারটি পূর্ব নির্ধারিত গন্তব্যের দিকে রওনা হয়েছে। পূর্ব নির্ধারিত গন্তব্যে পৌঁছার পর ইরানের দিকে রওনা হবে।

ইন্দোনেশিয়ায় ১২৫ দিন আটক থাকার সময় জাহাজের ক্রুরা নানা সমস্যা সত্ত্বেও দৃঢ়তা প্রদর্শন করেছে বলে একটি সূত্র জানিয়েছে। জাতীয় স্বার্থে তেল রপ্তানি অব্যাহত রাখার ক্ষেত্রে তাদের এই দৃঢ়তা প্রশংসিত হয়েছে। #

Add Comments