জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন স্বীকার করেছে যে, ইউক্রেন সীমান্ত থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যাবার ক্ষেত্রে শরণার্থীদের মধ্যে বৈষম্য করা হয়েছে।
জাতিসংঘ হাইকমিশনার বলেন, "ইউক্রেনীয় এবং অ-ইউক্রেনীয়দের মধ্যে কোনো ধরনের বৈষম্য করা উচিত নয়, একইভাবে ইউরোপীয় এবং অ-ইউরোপীয় হিসেবেও বর্ণবৈষম্য তৈরি করা যাবে না। মনে রাখতে হবে এখন সবাই একই ঝুঁকি নিয়ে পালানোর চেষ্টা করছেন।"
গ্রান্ডি আরো বলেন, ইউক্রেন থেকে যারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যাচ্ছে তাদের সবাই যাতে সমান সুবিধা পায় তা নিশ্চিত করার চেষ্টা করবে জাতিসংঘ।
এর আগে, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে খবর এবং ছবি ছড়িয়ে পড়ে যে, আফ্রিকা ও ক্যারিবীয় বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ লোকজনকে ইউক্রেনের রাজধানী কিয়েভে থেকে পোল্যান্ড সীমান্তের দিকে যাওয়া বাস ও ট্রেনে উঠতে না দিয়ে সেখানে নীল চোখ ও সোনালি চুলের শ্বেতাঙ্গ এবং ইউরোপীয়দেরকে অগ্রাধিকার দেয়া হয়েছে। প্রথমে বিষয়টিকে রাশিয়ার অপপ্রচার বলে উড়িয়ে দেয়ার চেষ্টা করলেও পরবর্তীতে জাতিসংঘের পক্ষ থেকে তা স্বীকার করে নেয়া হলো। একইভাবে ভারতসহ দক্ষিণ এশিয়ার আরও কিছু দেশের নাগরিকরা এ ধরনের বর্ণবৈষম্যের শিকার হয়েছেন।#