কুরআন মাথায় নিয়ে রমজানের ১ম শবেকদর পালিত

Bangla Radio 21 views
পবিত্র কুরআন মাথায় নিয়ে ১৯ রমজান রাতে ইরানজুড়ে রমজানের ১ম শবেকদর পালিত হয়েছে। শবে ক্বদর পবিত্র রমজানে মহান আল্লাহর সবচেয়ে বড় উপহার। আত্মশুদ্ধির মহোৎসবের মাস রমজানের এই রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত।

আত্মশুদ্ধির সাধনা ও খোদাপ্রেমের আকুতিকে পূর্ণতা দেয়ার রাত হল এই মহিমান্বিত রাত। অতি অল্প আমল বা সৎকর্মের বিনিময়ে হাজার গুণ বা তারও বেশি প্রতিদান লাভের রাত হল এই সুবর্ণ রাত। খোদাপ্রেমের পূর্ণতা অর্জনের এই রাত যেন বৃথা না যায়। ক্বদরের রাত যে হাজার মাসের চেয়ে উত্তম, মহান প্রতিপালক একথার মধ্যমে কি বোঝাতে চেয়েছেন?- এই প্রশ্নের উত্তরে ইমাম জাফর সাদিক্ব (আঃ) বলেছেন: তিনি বোঝাতে চেয়েছেন যে শবে ক্বদরের রাতে নামায, যাকাত ও অন্যান্য নেক আমলগুলো অন্য সময়ের এক হাজার মাসের আমলগুলোর চেয়েও উত্তম । #

Add Comments