চীনের চাংসা শহরে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে পৌঁছেছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি আজ (শুক্রবার) জানিয়েছে, গত সপ্তাহে চাংসা শহরে ভবনধসের ঘটনাটি ঘটে। ভবনধসের এ ঘটনায় অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আর মোট নিহত হয়েছেন ৫৩ জন। এর আগে বলা হয়েছিল ভবনধসে ২৬ জন প্রাণ হারিয়েছেন।
চাংসা শহরটি হুনান প্রদেশে অবস্থিত। গত ২৯ এপ্রিল শহরের আটতলা ভবনটি ধসে পড়ে। ভবনধসের পর কয়েক দিন ধরে উদ্ধার তৎপরতা চলে। ভবনধসের ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ ছিলেন। এর মধ্যে গতকাল (বৃহস্পতিবার) ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে এক নারীকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।
সিসিটিভির খবরে বলা হয়, ভবনধসের ঘটনাটি স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করছে। এ ঘটনায় ইতিমধ্যে ভবনের মালিকসহ নয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ভবনধসের ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত করার নির্দেশ দিয়েছেন। #