৬ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: ইমরান খান

Bangla Radio 5 views
ছয় দিনের মধ্যে পার্লামেন্ট ভেঙে নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই'র চেয়ারম্যান ইমরান খান।

আজ (বৃহস্পতিবার) সকালে জিন্নাহ অ্যাভিনিউতে নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে সরকারকে ছয় দিনের সময় বেঁধে দেন তিনি। ইমরান খান বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বিক্ষুব্ধ জনতা আবারও রাজধানীতে ফিরে আসবে।

গতরাতে রাজধানী ইসলামাবাদে পৌঁছায় ইমরান খানের নেতৃত্বাধীন আজাদি মার্চ। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

ইমরান খান আজকের ভাষণে বলেন, ‘আমাদের আজাদি মার্চ স্তব্ধ করে দিতে সরকার সব ধরনের চেষ্টা করেছে। শান্তিপূর্ণ বিক্ষোভে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। আমাদের বাসাবাড়িতে অভিযান চালানো হয়েছে এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে। তবে আমি দেখলাম, জাতি নিজেদের দাসত্বের ভয় থেকে মুক্ত করতে পেরেছে।’

ইমরান খান আরও বলেন, করাচিতে পিটিআইয়ের তিন কর্মী মারা গেছেন। রাভি ব্রিজ থেকে দুই কর্মীকে ছুড়ে ফেলা হয়। হাজারো নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেন, ‘আমদানি করা সরকারের প্রতি আমার বার্তা হলো-পার্লামেন্ট ভেঙে দাও এবং নতুন নির্বাচনের তারিখ ঘোষণা দাও। অন্যথায় ছয় দিন পর আমি আবার ইসলামাবাদে আসছি।’

জাতীয় পরিষদে অনাস্থা ভোটে গত ৯ এপ্রিল ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছেন ইমরান খান। #

Add Comments