ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (বুধবার) ট্রেন দুর্ঘটনায় ২১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪৩ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রেনটি দক্ষিণ খোরাসান প্রদেশের তাবাস থেকে ইয়াজ্দ প্রদেশে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।
একটি এক্সকাভেটর বা খননযন্ত্রের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। ইয়াজ্দ প্রদেশের জরুরি বিভাগের প্রধান আহমাদ দেহকান বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার পরপরই ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি দক্ষিণ খোরাসান ও ইয়াজ্দ প্রদেশের গভর্নরের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন। আহতদের খোঁজ-খবর নেন।
রায়িসি হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি দুর্ঘটনার কারণ খোঁজে বের করার নির্দেশ জারি করেন।
ইরানের সড়ক ও শহর নির্মাণ বিষয়ক মন্ত্রী বলেছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানবিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে।#