সাইবেরিয়ান বাঘ চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় এক প্রজনন কেন্দ্রে ৪টি বাচ্চা প্রসব করেছে।
বাঘের কোন নির্দিষ্ট প্রজনন ঋতু নেই। সাইবেরিয়া বাঘ সাধারণত ৪-৫ বছর বয়সে এবং স্ত্রী বাঘ ৩-৪ বছর বয়সে প্রজননের জন্য উপযোগী হয়। বাঘের গর্ভকালীন সময় প্রায় ৯৩-১১২ দিন। স্ত্রী বাঘ একসাথে দুই থেকে সাতটি পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে। তবে গড়ে তিনটি করে প্রসব করে। জন্মের পর বাঘের বাচ্চাদের ওজন হয় সাধারণত এক থেকে দেড় কেজি পর্যন্ত। বাঘের বাচ্চা অন্ধ হয়ে জন্মায় এবং জন্মের প্রায় সাত থেকে বার দিন পরে এদের চোখ খোলে। তবে পরিপূর্ণ ভাবে দেখতে আরো দুই এক সপ্তাহ সময় লাগে।#