১১ বছরের ছেলে ৮০ ফুট গভীর কূপে পড়ে গিয়েছিল গত শুক্রবার। ১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করে ১০৪ ঘণ্টা পর মঙ্গলবার গভীর রাতে তাকে উদ্ধার করা হয়েছে। ছেলেটিকে উদ্ধার করতে দিনরাত এক করে কাজ চালিয়ে গেছে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), সেনা এবং পুলিশ।
উদ্ধারের প্রতিটি সেকেন্ড, মিনিট এবং ঘণ্টা রুদ্ধশ্বাস ছিল। কূপের মধ্যে ১০৪ ঘণ্টা সাপ এবং ব্যাঙের সঙ্গে কাটিয়েছে ছেলেটি। সরু জায়গায় ঘুটঘুটে অন্ধকার। অক্সিজেনের অভাব। আর সেই স্বল্প পরিসরেই একসঙ্গে মানুষ, সাপ আর ব্যাঙ। সেটাও আবার কয়েক সেকেন্ড বা মিনিট নয়, ১০৪ ঘণ্টা! বর্তমানে সে বিলাশপুরের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। ডাক্তাররা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল এবং সে দ্রুতই সুস্থ হয়ে যাবে।#