কলা ও পেঁপে চাষ হচ্ছে ইরানে

Bangla Radio 9 views
ইরানের ইস্পাহানের দেহকানে এখন পরীক্ষামূলক ভাবে কলা ও পেঁপে চাষ হচ্ছে।

অ্যাসিডিটি কমাতে খুব বেশি সহায়ক একটি ফল হলো কলা। কলা রক্তচাপ কমাতে সাহায্য করে এবং স্ট্রোক প্রতিরোধ করে। পেঁপের ভিটামিন এ, সি এবং ই অখেরোস্ক্লেরোসিস এবং ডায়াবেটিস ও হৃদ্‌রোগ প্রতিরোধে সহায়তা করে। প্রতিদিন পেঁপে খেলে চোখের বয়সজনিত রোগ অনেক কমে যায় বলে বিশেষজ্ঞগণ মতামত দিয়েছেন।#

Add Comments