ত্রিপুরার মত সন্ত্রাস ভারতের আর কোথাও নেই : অভিষেক বন্দ্যোপাধ্যায়

Bangla Radio 6 views
ভারতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপিশাসিত ত্রিপুরাকে টার্গেট করে বলেছেন, ত্রিপুরার মত সন্ত্রাস ভারতের আর কোথাও নেই। তিনি আজ (সোমবার) ত্রিপুরার রাজধানী আগরতলায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ত্রিপুরায় ২৫ বছর সিপিএম ক্ষমতায় ছিল। সিপিএম যে সন্ত্রাস করত সেই সন্ত্রাসকে হার মানিয়ে দিয়েছে ৫ বছরের বিজেপি। প্রথম দিন থেকে গাড়ি ভাঙচুর, সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ, প্রেসের অফিস জ্বালিয়ে দেওয়া, গাড়ি জ্বালিয়ে দেওয়া, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনকি পুলিশ স্টেশনেও আক্রমণ করা হয়েছে। আধিকারিকদের লুকিয়ে থাকতে হচ্ছে! এমন পরিবেশ, যেখানে  আদালতে আইনজীবীরা যেতে ভয় পাচ্ছেন, হাসপাতালে ডাক্তাররা চিকিৎসা করতে ভয় পাচ্ছেন।  পুলিশ, যাদের দায়িত্ব এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, মানুষকে সুরক্ষা দেওয়া, তারা পর্যন্ত ভীত-সন্ত্রস্ত! তৃণমূল কর্মীদের একের পর এক ভুয়ো ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। রুখে না দাঁড়ালে, অবস্থা আরও খারাপ হবে। ঐক্যবদ্ধ হয়ে সবাইকে রুখে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগের দেওয়া কোনও প্রতিশ্রুতি পালন করেনি রাজ্যের বিজেপি  সরকার। বলেছিল মিসড কলে চাকরি হবে, হয়নি। বহু শিক্ষকের চাকরি ইতোমধ্যেই চলে গেছে। রাস্তার এমন অবস্থা, অন্তঃসত্ত্বাদের কাঁধে করে নিয়ে যেতে হয়। এক ঘণ্টা বৃষ্টি হলে আগরতলায় ডুবজল, বিজেপির কাউকে পাশে পাওয়া যায় না। ২৪৫ কোটি টাকা দিয়ে আগরতলাকে স্মার্ট সিটি করে এই হাল! ত্রিপুরায় বেকারত্বের হার ১৮ শতাংশ, বাংলায় বেকারত্বের হার ৪ শতাংশ। বেকারত্বে, রাজনৈতিক সন্ত্রাসে ত্রিপুরা আজ এক নম্বর। এই পরিবেশ থাকলে, ত্রিপুরায় কোনওদিন বিনিয়োগ, শিল্প আসবে না’ বলেও  মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। #

Add Comments