কুলাউড়ায় বন্যার্তদের মাঝে ওরাইসন চ্যারিটেবল ট্রাস্টের ত্রাণ বিতরণ

Bangla Radio 6 views
সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ায় ওরাইসন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে দুই শতাধিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে কুলাউড়া পৌরসভার দেখিয়ারপুর, আউটার, আহমেদাবাদ, নতুনপাড়া, কাদিপুর ইউনিয়নের  আমতৈল ও গুপ্তগ্রামে সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান এর সার্বিক তত্ত্বাবধানে বন্যাদুর্গত মানুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর প্রতি প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, লবণ, চিনি, সুজি ও খাবার স্যালাইন।
ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ ইব্রাহিম খালিল রাজাভির উদ্যোগে ওরাইসন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন কুলাউড়ার সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান এবং হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হুসাইন।#

Add Comments