কারবালায় ইমাম হুসাইন (আ.)'র শোকানুষ্ঠানে ভক্তদের ভিড়

Bangla Radio 15 views
কারবালায় হজরত ইমাম হুসাইন (আ.)'র পবিত্র মাজারে আহলে বাইত (আ.)'র লাখ লাখ ভক্তদের উপস্থিতিতে পবিত্র আশুরার শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কারবালায় সপরিবারে শহীদ হন বিশ্ব নবীর প্রাণ প্রিয় নাতি ইমাম হোসাইন(আ.)। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে  সারা বিশ্বে পবিত্র আশুরা পালন করা হয়। ৬১ হিজরির ১০ মহরম তথা আশুরার দিনে ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার সেনাদের হাতে শহীদ হন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.-এর দৌহিত্র ইমাম হুসাইন (আ.) ও তাঁর সঙ্গীরা। #

Add Comments