ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির হামলাকারী ব্যক্তির বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ-মার্কিন নাগরিক ও ইসলামবিদ্বেষী লেখক সালমান রুশদির ওপর নিউ ইয়র্কে হামলা হয়। আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তার ওপর এ হামলা হয়। নিউইয়র্কে একটি অনুষ্ঠান চলাকালে শুক্রবার রুশদির ওপর হামলা হয়। এরপর থেকে সালমান রুশদির হামলাকারী ব্যক্তির বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার পর পুলিশ হাদি মাতার নামে ২৪ বছর বয়সী ওই যুবককে আটক করেছে। নিউইয়র্ক পুলিশ বলছে, ওই যুবক অনুষ্ঠান চলাকালে মঞ্চে উঠে সালমান রুশদিকে কোপাতে শুরু করে। মাত্র ২০ সেকেন্ডের মধ্যে ১০-১৫ বার কোপানো হয় রুশদিকে।#