বাংলাদেশের রাজধানীর উত্তরা জসিম উদ্দিন রোডে ঢাকা ময়মনসিংহ রোড বিআরটি ফ্লাইওবারের নির্মাণকাজের সময় ক্রেন থেকে প্রাইভেটকারের ওপর গার্ডার পড়ে ৪ জন নিহত হয়েছেন।
আজ (সোমবার) বিকেল সোয়া ৪টায় বিকাল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারের যাত্রীরা কাওলা থেকে সাভার যাচ্ছিলেন। নিহতরা হলেন- রুবেল (৫০), ঝরনা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। আহতরা হলেন হৃদয় ও রিয়া।
উত্তরা (পশ্চিম) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহসীন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, 'এ ঘটনায় ২ শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। চাপা পড়া গাড়ি থেকে ২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।'
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, “একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে গেলে ছয়জন চাপা পড়েন।” ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে তিনি জানান। দুর্ঘটনার পর ওই রুটে যান চলাচল বন্ধ রয়েছে।#