পাকিস্তানে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
গত বেশ কয়েক সপ্তাহ ধরে বন্যার তাণ্ডব যেভাবে ক্রমাগত বাড়ছে তা সামলাতে হিমশিম খাচ্ছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জোট সরকার। পাকিস্তানে গত কয়েক মাস ধরে অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা প্রকট হয়েছে। এ অবস্থায় বন্যা মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। এ পর্যন্ত তিন কোটি ৩০ লাখের বেশি মানুষ বন্যার কবলে পড়েছে বলে সেদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।#