ইরানের নৈরাজ্য মোকাবেলায় সশরীরে সর্বোচ্চ নেতার অংশগ্রহণ

Bangla Radio 6 views
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সোমবার সাম্প্রতিক ইরানের নৈরাজ্য মোকাবেলায় সশরীরে পুলিশ ট্রেনিং-এর যৌথ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইমাম হাসান আল মুজতাবা (আ.) ইউনিভার্সিটি অব অফিসার অ্যান্ড পুলিশ ট্রেনিং-এর যৌথ শিক্ষা সমাপনী অনুষ্ঠানে #মাহসা আমিনির মৃত্যুর অজুহাতে দেশটির সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্যে সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

পরিকল্পিতভাবে এই নৈরাজ্য ও সহিংসতা চালানো হয়েছে উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন,এই তরুণীর মৃত্যুর ঘটনা না ঘটলেও তারা অন্য অজুহাত সৃষ্টি করত ও দেশে অনিরাপত্তা ও নৈরাজ্য সৃষ্টি করত। তিনি আরও বলেন, আমেরিকা ও ইসরাইলের এই পরিকল্পনায় তাদের বেতনভোগীরা এবং বিদেশে বসবাসরত কিছু বিশ্বাসঘাতক ইরানি সহযোগিতা করেছে। আয়াতুল্লাহ খামেনি এ সময় জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধেই নয় বরং তারা একটি শক্তিশালী ও স্বাধীন ইরানের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে। তিনি বলেন,মার্কিন যুক্তরাষ্ট্র পাহলভী যুগের ইরানকে খুঁজছে যারা তাদের আদেশ পালন করতো দুগ্ধদানকারী গাভীর মতো।#

Add Comments