ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকীর এক্সক্লুসিভ ভিডিও 'বিপ্লবের সুবাস'

Bangla Radio 21 views
ইরানের ৪২তম বিপ্লব বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতার ওয়েবসাইট ও ফেসবুক পেইজ একটি চমৎকার ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। ভিডিওতে বাংলা সাবটাইটেল যুক্ত করা হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, "বিপ্লব হচ্ছে একটি চিন্তাধারা, একটি অনুধাবন, একটি পন্থা। যখন কোনো জাতির কাছে এটা ভালো লাগে এবং তারা এটাকে পছন্দ করে তখন তারা নিজে থেকেই এটাকে গ্রহণ করে নেয়।" 

তিনি বলেন "প্রতিরোধ ক্রমেই ইরানের সীমানা পেরিয়ে অন্যত্র ছড়িয়ে পড়েছে। এমন নয় যে, আমরা চেয়েছি। প্রতিরোধ অভিধা বা প্রতিরোধের চিন্তাধারা আমরা রপ্তানি করতে চেয়েছি এমনটি নয়। প্রতিরোধ এমনিতেই বিভিন্ন জাতির কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।" 

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, "বর্তমানে আমাদের অঞ্চলে অর্থাৎ পশ্চিম এশিয়ায় সবাই প্রতিরোধ পছন্দ করে। কেউ কেউ প্রতিরোধের ময়দানে অবতীর্ণ হওয়ার সাহস দেখায়, কেউ কেউ আবার এটা পারে না। প্রতিরোধ ফ্রন্ট এখন একটি শক্তিশালী ফ্রন্ট।"   

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, "বিপ্লব ও ইসলামের চিন্তাধারা বসন্তের ফুলের সৌরভের মতো। কেউ এটাকে আটকাতে পারবে না, এটা ছড়িয়ে পড়বেই। এই সৌরভ সর্বত্র ছড়াবে। এটা এমন এক প্রাণ সঞ্জীবনী সুবাতাস যা নিজে নিজেই সব স্থানে পৌঁছে যাবে।"

১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি তীব্র আন্দোলনের মুখে ইরানের স্বৈরশাসক রেজা শাহ পাহলভী সরকারের পতন ঘটে এবং দেশটিতে ইমাম খোমেনীর নেতৃত্বে দুনিয়া-কাঁপানো ইসলামি বিপ্লব সংঘটিত হয়। এ বিপ্লবের ফলে অবসান ঘটে প্রায় আড়াই হাজার বছরের রাজতান্ত্রিক শাসন-ব্যবস্থার। #

Add Comments