৬ সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্টের বৈঠক; চাইলেন সবার সহযোগিতা

Bangla Radio 35 views
ছয় সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠক করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। ছয় সাবেক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বৈঠকের পর তিনি আজ (বুধবার) সাংবাদিকদের বলেছেন, অত্যন্ত ভালো বৈঠক হয়েছে। ইরানে এখন বন্ধুত্ব, সহযোগিতা ও সহমর্মিতার যুগ শুরু হয়েছে।

ছয় প্রেসিডেন্ট প্রার্থীর প্রত্যেকেই সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান রায়িসি।

তিনি আরও বলেছেন, প্রত্যেকেই দেশ, ইসলামী বিপ্লব, বিদ্যমান সমস্যাবলী এবং সাধারণ মানুষের উদ্বেগ-উৎকণ্ঠার বিষয় নিয়ে ভাবেন। সবাইকে সঙ্গে নিয়ে দেশের বিদ্যমান সমস্যার সমাধান করা হবে বলে উল্লেখ করেন ইব্রাহিম রায়িসি।

নির্বাচনের পর সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে অভিনন্দন জানান তার ছয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী। বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিও নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করে তাঁকে অভিনন্দন জানান।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের এবারের  প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে মনোনীত হন মোট সাত প্রার্থী। তাঁরা হলেন, সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, মোহসেন রেজায়ি, মোহসেন মেহের আলীজাদে, সাঈদ জালিলি, আলী রেজা যাকানি, আব্দুন নাসের হেম্মাতি ও সাইয়্যেদ আমির হোসেন কাজিজাদে হাশেমি।

এরপর নির্বাচনের আগ মুহূর্তে তিন প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর ফলে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় চার প্রার্থীর মধ্যে। # 

Add Comments