'মহানবী (স.)-১৬' মহড়ার লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর।
তিনি জানিয়েছেন, আইআরজিসি'র পদাতিক বাহিনী এই প্রথম ব্যাপক ভিত্তিক রাত্রিকালীন মহড়া সম্পন্ন করেছে। এর আগেও রাত্রিকালীন মহড়ার আয়োজন হয়েছে কিন্তু এত বিশাল পরিসরে রাত্রিকালীন মহড়ার আয়োজন এই প্রথম।
গতরাতে রাত্রিকালীন যুদ্ধের এক বাস্তব পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবারের মহড়ায়। সেখানে অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন ও কামানের ব্যবহার ছিল লক্ষণীয় মাত্রায়। পদাতিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়ের ভিত্তিতে রাতে এই মহড়া চালানো হয়।
হেলিকপ্টারগুলো থেকে কল্পিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত না হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর বলেছেন, ইরানি বিশেষজ্ঞদের তৈরি রাত্রিকালীন যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে মহড়া চালানো হয়েছে। পূব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পর্ব সম্পন্ন হয়েছে।
এর আগে গতকাল দিনের বেলা 'মহানবী(স.)-১৬' মহড়া শুরু হয়। এরপর রাতে চলে মহড়ার মূল পর্ব।#