মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে গতকাল (বুধবার) একদিনেই নিহত হয়েছেন ৩৮ জন। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর গতকালই সবচেয়ে বেশি মানুষের প্রাণহানী ঘটেছে। সেক্ষেত্রে গতকাল ছিল মিয়ানমারে সবচেয়ে রক্তক্ষয়ী দিন।
গতকাল মিয়ানমারের বিভিন্ন শহরে লোকজন বিক্ষোভে নামলে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের ওপর তাজা গুলি ছোঁড়ে। এর মধ্যে সাবেক রাজধানী ইয়াঙ্গুনে সকালের দিকে মারা গেছেন অন্তত আট জন এবং বিকেলে মারা গেছেন সাতজন।
একজন ডাক্তার জানিয়েছেন, মান্দালে শহরে এক বিক্ষোভকারীর বুকে গুলি করা হয়েছে এবং ১৯ বছর বয়সী এক কিশোরির মাথায় গুলি লেগেছে। মানবাধিকার কর্মীরা বিক্ষোভ দমনের পন্থাকে ভয়াবহ ও গণহত্যা বলে মন্তব্য করেছেন।
ব্রিটিশ এনজিও ‘সেইভ দ্যা চিলড্রেন’ জানিয়েছে, গতকালের হত্যাকাণ্ডের মধ্যে চারটি শিশুও রয়েছে। মিয়ানমারের গণমাধ্যম জানিয়েছে, গতকাল বিভিন্ন শহর থেওেক শত শত মানুষকে আটক করা হয়েছে।#