মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ঘুষ গ্রহণ করতে পারেন না বলে দাবি করেছেন তার আইনজীবী খিন মং জাও। তিনি আরও বলেছেন, ঘুষ গ্রহণের অভিযোগটি একেবারেই হাস্যকর, এটা কৌতুক।
এই আইনজীবী বলেন, সু চি'র হয়তো অন্য দুর্বলতা থাকতে পারে কিন্তু তার নৈতিক নীতি কখনওই দুর্বল নয়। এই আইনজীবী এক ফেসবুক পোস্টে এসব কথা বলেছেন।
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ৬ লাখ ডলার ও স্বর্ণ ঘুষ হিসেবে নিয়েছেন বলে দাবি করেছে দেশটির সামরিক সরকার। ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর সু চির বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় ও মারাত্মক।
এদিকে, গতকাল (বৃহস্পতিবার) মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর হামলায় ১২ বিক্ষোভকারী নিহত হয়েছে। এর মধ্যে আট জনের মৃত্যু হয়েছে মধ্যাঞ্চলের শহর মিয়াং-এ।
মিয়ানমারে অভ্যুত্থান পরবর্তী বিক্ষোভে অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত।#