হুঁশিয়ারির পরও মিয়ানমারে বিক্ষোভ

Bangla Radio 44 views
বিক্ষোভকারীদের দমনে মাথায় বা পেছন থেকে গুলি করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিল মিয়ানমারের সামরিক সরকার। তারপরও মিয়ানমারে বিক্ষোভ থেকে নেই।

সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে বিক্ষোভ চলে আসছে। লোকজন অং সান সুচিসহ অন্য রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি করছেন। পাশাপাশি তারা দেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছে।#

মো.আবুসাঈদ/২৭

Add Comments