মিয়ানমারের দক্ষিণপূর্বের কারেন রাজ্যে একটি সশস্ত্রগোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা এলাকায় সামরিক বাহিনীর বিমান হামলার পর তিন হাজারের বেশি গ্রামবাসী ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মিয়ানমার সেনাবাহিনী থাইল্যান্ড সীমান্তবর্তী মুতরাউ জেলার পাঁচটি এলাকায় বিমান হামলা চালায়। গৃহহীনদের একটি আশ্রয় কেন্দ্রেও হামলা চালানো হয়।
কারেন উইম্যান্স অর্গানাইজেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘এই মুহূর্তে তিন হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে জঙ্গলে লুকিয়ে আছে। তারা সীমান্ত অতিক্রম করে শরণার্থী হিসেবে থাইল্যান্ডে আশ্রয় নিতে চায়।”#
আবুসাঈদ/৩১