ইরানে পালিত হচ্ছে পরমাণু প্রযুক্তি দিবস; গুরুত্বপূর্ণ ৯ পণ্য উন্মোচন

Bangla Radio 32 views
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইস্ফাহান প্রদেশে আজ (শুক্রবার) পারমাণবিক শিল্পের সঙ্গে সম্পর্কিত ৯টি পণ্য উন্মোচন করা হয়েছে। এসব পণ্য ইরানের বিশেষজ্ঞরা তৈরি করেছেন।

আজ শুক্রবার ইরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে এসব পণ্য উন্মোচন করা হয়। 

পরমাণু শিল্পের এসব পণ্যের বেশিরভাগই পারমাণবিক জ্বালানি চক্রের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে রয়েছে বিশেষ জ্বালানি। এটি আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে ব্যবহার করা হবে।

এছাড়া আরাক রিঅ্যাক্টরের জ্বালানির জন্য মেটালিক ইউরেনিয়াম তৈরি করা হয়েছে। এটাও ইরানের নতুন সাফল্য।

আণবিক চিকিৎসা সংক্রান্ত কয়েকটি পণ্যও আজ উন্মোচন করা হয়েছে। এর মধ্যে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহারযোগ্য ওষুধ রয়েছে। এছাড়াও রয়েছে জটিল রোগ নির্ণয়ে ব্যবহারযোগ্য পারমাণবিক পণ্য।

ইরানে ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসের ২০ তারিখ জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয়।#

Add Comments