সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশেরে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সেনারা ড্রোন হামলা চালিয়েছে।
গত ছয় বছর ধরে ছবি সৌদি আরব এবং তার আরব মিত্ররা ইয়েমেনের ওপর যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে এই হামলা চালিয়েছে।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, আবহা বিমানবন্দরের স্পর্শকাত' জায়গাগুলোতে শুক্রবার সন্ধ্যায় ড্রোন হামলা চালানো হয়।
তিনি জানান, হামলায় কাসেফ- টু কে ড্রোন ব্যবহার করা হয় এবং সেগুলো অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
জেনারেল সারিয়ি বলেন, সৌদি আরব গত ছয় বছর ধরে ইয়েমেনের উপর যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে ইয়েমেনের পক্ষ থেকে চালানো এই হামলা সম্পূর্ণ বৈধ, ইয়েমেনিরা এমন হামলা চালানোর অধিকার রাখে।
২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি আগ্রাসনে দারিদ্রপীড়িত ইয়েমেন এক রকমের ধ্বংসস্তুপে পরিণত হয়েছে তবে হুথি যোদ্ধা ও তাদের সর্মথিত সেনারা দারুনভাবে রুখে দাঁড়িয়েছে।#