সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘আড়াইশো আসন নিয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ায় কেবল সময়ের অপেক্ষা মাত্র।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) পূর্ব বর্ধমান জেলার রায়নায় দলীয় সমাবেশ বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
বিজেপি নেতারা অবশ্য দুশোর বেশি আসনে জয়ী হয়ে বাংলায় ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন। রাজ্যে মোট ২৯৪ আসনে নির্বাচন হচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলেন, ‘চার দফায় ভোট ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রথম দফায় আপনারা দেখেছেন জঙ্গলমহলে ভোট ছিল। অঞ্চম দফার নির্বাচন হবে আগামী ১৭ এপ্রিল। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে একেকটা ভোট গুরুত্বপূর্ণ। সবাই নিজেদের ভোটাধিকার নিজেরা প্রয়োগ করবেন। উন্নয়নের স্বার্থে রায় দেবেন। বিজেপি এত সভা-সমিতি করছে, তাদের সভা-সমিতির কী অবস্থা তা আপনারা দেখেছেন। ভাড়া করে নেতা আনলেও লোক হচ্ছে না। কিন্তু বেলা ২টার সময় হেলিপ্যাড থেকে শুরু করে আমাদের সভায় যে বিপুল জনসমর্থন ও স্বতঃস্ফূর্ততা আমি উপলব্ধি করছি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আমি সব জায়গায় দিনে ৫/৬টা করে সভা করছি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের আড়াইশো আসন নিয়ে মুখ্যমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা মাত্র।’
বিজেপির নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা দেখেছেন চার দফায় ভোট ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রথমদফায় জঙ্গলমহলে ভোট ছিল। ওরা অনেক বাড়াবাড়ি করার চেষ্টা করেছিল, মানুষ প্রতিবাদ, প্রতিরোধের রাস্তা বেছে নিয়েছে। জঙ্গলমহলের মায়েরা, ভাইয়েরা, বোনেরা, জঙ্গলমহলের জনগণ, গণতান্ত্রিকভাবে জবাব দিয়ে ওদের হাতকে ভেঙে দিয়েছে। দ্বিতীয়দফায় পূর্বমেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বিশ্বাসঘাতকদের পা ভেঙে দিয়েছে। আর তৃতীয় ও চতুর্থদফা তো দক্ষিণ ২৪ পরগণা জেলা ছিল, হাওড়া ও হুগলী জেলা ছিল। আমার লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবার, আমি কোমর ও মাজা দুটোই ভেঙেছি। পঞ্চমদফাটা আপনাদের। পঞ্চম দফায় আপনারা ঘাড় ও মাথাটা ভাঙবেন। এরপরে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফায় এই বহিরাগত বিশ্বাসঘাতকদের ঔদ্ধত, অহংকার ও দম্ভকে চূর্ণবিচূর্ণ করে আগামী ২ মে যখন নির্বাচনের ফল বেরোবে ‘বলো হরি, হরিবোল, বহিরাগতদের খাটে তোল’ বলে বিদায় দিতে হবে।’
‘নির্বাচন ঘোষণা হওয়ার পরের দিন থেকে বিজেপি বাংলা দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু মমতা বন্দোপাধ্যায়কে দমানো অত সোজা নয়’ বলেও তৃণমূল যুব কংগ্রেসে সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি মন্তব্য করেন।#