আবার আরামকোর ওপর ইয়েমেনিদের হামলা

Bangla Radio 27 views
সৌদি আরবের সর্ববৃহৎ তেল স্থাপনা আরামকোর ওপর আবারো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী।

ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি আজ (বৃহস্পতিবার) সকালে এক টুইটার পোস্টে এ কথা জানিয়েছেন। তিনি বলেন,  ইয়েমেনি বাহিনী সৌদি আরবের আরামকো তেল স্থাপনা এবং অন্যান্য স্পর্শকাতর লক্ষ্যবস্তুর উপর ১১টি ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায়। এছাড়া এই অভিযানে ইয়েমেনি বাহিনী দেশে তৈরি ড্রোন ব্যবহার করেছে।

জেনারেল সারিয়ি জানান, হামলায় সা’য়ির ও বাদ্‌র ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। তিনি বলেন, হামলার পর তেল স্থাপনায় ব্যাপকভাবে আগুন ধরে যায়।    

জেনারেল সারিয়ি আরো জানান, আজকের অভিযানে সামাদ-৩ ও কাসেফ-২কে ড্রোন ব্যবহার করা হয়। তিনি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসন জোরদার হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের ওপর এসব হামলা চালানো হয়েছে। জেনারেল সারিয়ি বলেন, সৌদি অপরাধের সর্বশেষ নজির হচ্ছে গতকাল সা’দা প্রদেশে সৌদি জঙ্গিবিমান বোমা বর্ষণ করেছে এবং তাতে কয়েকটি শিশু নিহত হয়।#

Add Comments