রমজান মাসে খোদাপ্রেমের অনন্য উৎসবে নিবেদিত হয়ে ইরানিরা পুরো মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা মুসলমানদের সহানুভূতিতে সাড়া দিয়ে কাজ করে যাচ্ছে।
ইরানের বিভিন্ন কল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রতিবছর এভাবে রোজাদারদেরকে তারা সহযোগিতা করে যাচ্ছেন। ইরানের এরকম বিভিন্ন কল্যাণ সংস্থা বহু বছর ধরে রোজাদারদেরকে এ সেবা দিয়ে যাচ্ছেন।
রোজা রাখার মূল উদ্দেশ্যই হল তাকওয়া অর্জন। তাই খোদা-সচেতনতা তথা তাকওয়ার অধিকারী বা মুত্তাকী ব্যক্তির এমনকিছু বৈশিষ্ট্য থাকা জরুরি।
সুরা বাকারার আল্লাহ বলেছেন, মুত্তাকী ব্যক্তিরা আল্লাহ তাদের যে রিজিক দিয়েছেন তা থেকে দান করেন। তাই মুমিন-মুত্তাকী ব্যক্তি কৃপণ হতে পারেন না। কারণ আমাদের যা কিছু আছে তার সবই আল্লাহর দান। অন্যের দান থেকে ব্যয় করতে তো আমাদের সংকোচ বোধ করা উচিত নয়।#