রাশিয়ান স্পুটনিক ভ্যাকসিনের ষষ্ঠ চালান পৌঁছল ইরানে

Bangla Radio 42 views
রাশিয়ান স্পুটনিক ভ্যাকসিনের ষষ্ঠ চালান আজ ইরানে পৌঁছেছে। একলক্ষ ডোজ পরিমাণ রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক-ভিয়ের ষষ্ঠ চালান আজ (বৃহস্পতিবার) মহান এয়ারলাইন্সের মাধ্যমে তেহরানে পৌঁছেছে।

ইরানি বার্তা সংস্থার তথ্য অনুসারে জানা গেছে, একলাখ ডোজ পরিমাণ রাশিয়ান স্পুটনিক-ভি ভ্যাকসিনের ষষ্ঠ চালান আজ তেহরানে পাঠানো হয়েছে।
ইরানে স্পুটনিক-ভি ভ্যাকসিনের পঞ্চম চালান পাঠানোর দুই সপ্তাহ পরে, গতকাল সকালে মস্কোতে ইরান দূতাবাসের প্রতিনিধিকে এক লাখ ডোজ ভ্যাকসিনের ষষ্ঠ চালান হস্তান্তর করা হয়।
রাশিয়ার ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালী বলেছেন, রাশিয়ার কাছ থেকে স্পুটনিক-ভি ভ্যাকসিন কেনার দ্বিতীয় চুক্তি চূড়ান্ত হয়ে গেছে এবং জুনের শুরু থেকেই ভ্যাকসিন ইরানে পাঠানো সম্ভব হবে।# 

Add Comments