সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল-আসাদের বিজয়ে বিশাল আনন্দ মিছিল করেছে সিরিয়াবাসী। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট আসাদ শতকরা ৯৫ ভাগ ভোট পেয়ে চতুর্থবারের মতো সাত বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
সিরিয়ার পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সিরিয়ার জনগণ সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করে শত্রুদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিয়েছে। তিনি শুক্রবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন।
বাশার আসাদ বলেন, সিরিয়ার জনগণ এবারের নির্বাচনে সন্ত্রাসবাদ ও মাতৃভূমির শত্রুদের বিরুদ্ধে প্রকৃত বিপ্লব করেছেন। শত্রুদের কাছে বার্তা পৌঁছে গেছে এবং জাতীয় দায়িত্ব সম্পন্ন হয়েছে। তিনি বলেন, কিন্তু শত্রুরা সিরীয় জনগণের এই বার্তা উপেক্ষা করার সবরকম চেষ্টা করে যাচ্ছে।#