ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে আমার অত্যন্ত দুঃখ লেগেছে এই কারণে যে একপেশে ভাবে গতকাল সারা দিল্লীতে আমাকে অসম্মানিত ও অপমানিত করা হয়েছে।
মিথ্যে খবরের উপরে ভিত্তি করে প্রধানমন্ত্রীর দফতর থেকে ওই খবরগুলো খাওয়ানো হয়। এবং মন্ত্রীদের দিয়ে একই কথা তোতাপাখির মতো বলানো হয়।’ তিনি আজ (শনিবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
রাজ্যে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ পরবর্তী অবস্থা নিয়ে গতকাল (শুক্রবার) কলাইকুণ্ডাতে প্রধানমন্ত্রীর ডাকা পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিত না থাকা নিয়ে বিজেপির পক্ষ থেকে তীব্র সমালোচনা ও প্রচারণা চালানো হয়। একইসঙ্গে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে দিল্লীতে বদলি করার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী আজ ওই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় কার্যত ক্ষোভে ফেটে পড়েন।
মমতা বলেন, ‘আমরা ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় কাজ করছিলাম। আমরা বৈঠক করছিলাম কী করে মানুষ জল পায়, কী করে রাস্তা হয়, কী করে মানুষ খাদ্য পায়, কী করে ঘর বাড়ি তৈরি হয়, আর ওনারা তখন আমাদের বিরুদ্ধে আমরা কত খারাপ সেটা লোকেদের কাছে প্রমাণ করছিলেন! আমি আপনাদের কাছে নমস্কার করে বলব, প্রধানমন্ত্রী স্যার, যদি আপনার আমার উপরে কোনও রাগ থাকে আপনার দুটো পা ধরলে যদি আপনি খুশি হন, আমার কোনও সমস্যা নেই। বাংলার জন্য আমি তাও করতে পারি। মানুষের জন্য আমি তাও করতে পারি। কারণ জনগণ আমার প্রথম অগ্রাধিকার। আমি জন-সমর্থক। আমার দেশের জন্য আমি এটুকু করতে পারি। কিন্তু প্লিজ প্রধানমন্ত্রী দয়া করে এই নোংরা খেলা খেলবেন না। আর মুখ্যসচিবের বিরুদ্ধে যে রাজনৈতিক প্রতিশোধ নিতে আপনারা রাস্তায় নেমেছেন তা শেষ হোক আমি আবেদন জানাচ্ছি। তাঁর সম্পর্কিত চিঠি প্রত্যাহার করুন। এবং কোভিড আক্রান্ত ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য তাঁকে কাজ করার অনুমতি দেওয়া হোক।’
মমতা বলেন, ‘আরও তো রাজ্য সরকার আছে, কাউকে তো কিছু বলে না। শুধু বাংলার উপরে এত রাগ কেন? আলাপন বন্দ্যোপাধ্যায় (মুখসচিব) একজন বাঙালী বলে তাঁর উপরে এত রাগ? আমার মুখ্যসচিব কখনও বাঙালী হয়, কখনও অবাঙালী হয়। আগেরবার রাজীব সিনহা হয়েছে। কই আমরা তো এরকম রোল প্লে করি না। আপনারা কেন করেন? বাংলার উপরে এত রাগ কেন? আমি বাঙালী-অবাঙালী বিভেদ করতে চাই না। কিন্তু আমি দুঃখিত যে বাংলার অনেক অফিসার দিল্লীতে আছে, তা হলে আমরাও ওদের ডেকে নিয়ে আসতে পারি। তাহলে সেটা আপনাদেরও ছেড়ে দিতে হবে।’
ক্ষুব্ধ মমতা আজ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে আরও বলেন, ‘এখন তো রাজ্যকে কাজই করতে দেওয়া হচ্ছে না! প্রত্যেকটা পদে পদে বিজেপি যা বলছে তাই করছে’ বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। #