কুরআন পাঠের সফটওয়্যার উদ্বোধন করেছে ইরান। ইরানের ইস্পাহান শহরের দার-উল-কুরআন বিষয়ক প্রতিষ্ঠান এ সফটওয়্যার উন্মোচন করে। দীর্ঘ চার বছর পরিশ্রমের পর এ সফটওয়্যারের কাজ সম্পন্ন হয়।
এ সফটওয়্যারের মাধ্যমে যে কেউ মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আল্লাহর পবিত্র কুরআন সম্পর্কে জানতে পারবে এবং পাঠ করতে পারবে ও শুনতেও পারবে। এ সফটওয়্যারে পবিত্র কুরআনের শিক্ষামূলক বিভিন্ন ঘটনার বর্ণনাসহ কুরআনের তাফসিরও রয়েছে। পবিত্র কুরআন সম্পর্কে ১১৯ টি বই ও তাফসির এ সফটওয়্যারের মধ্যে রয়েছে। পবিত্র কুরআন সম্পর্কে জানতে ও কুরআনের সংস্কৃতি প্রচার করার জন্য এ গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ব্যবস্থা করা হয়েছে বলে এ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রসুল মালেকিয়ান জানিয়েছেন। এ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, এটি পবিত্র কোরআন বিষয়ে গবেষক এবং শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ উৎস হিসাবে কাজ করবে। এ সফটওয়্যার পেতে এ (www.ghbook.ir) সাইটে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। #