পূর্ব জেরুজালেমের আল-ইউসুফিয়া কবরস্থানে সোমবার একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে গেছে। আলা নানাবতা নামে ৫৪ বছর বয়সী এক ফিলিস্তিনি মহিলা জানতে পারেন যে, দখলদার ইসরাইলি বাহিনী বুলডোজার দিয়ে তার ছেলের কবর ভেঙে ফেলতে এসেছে। খবরটি পাওয়ার পর তিনি তার ছেলের কবরের পাশে যান।
এ সময় বর্বর ইসরাইলি সেনারা তাকে টেনেহিঁচড়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু মমতাময়ী মা তার ছেলের কবর আকড়ে ধরে রাখেন। এসময় তিনি বলতে থাকেন আমাকেও এখানে কবর দাও। তবু আমার ছেলের কবর ধ্বংস করো না।"
চার বছর আগে সন্তানকে হারান ওই ফিলিস্তিনি মা। এরপর থেকে প্রতিনিয়ত ইসরাইলি সেনাদের হাতে তার ছেলে কবর ধ্বংসের আতঙ্কে ছিলেন তিনি।
জেরুজালেমে আল-আকসার পাশের ওই কবরস্থানটি সম্প্রতি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। এখানে ইসরাইলের সঙ্গে যুদ্ধে শহিদ ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়। ইসরাইল সরকার পরিচালিত জেরুজালেম পৌর কর্তৃপক্ষ আল-আকসার পাশে ওই মুসলিম কবরস্থানটি গুঁড়িয়ে দেয়।#