গাজায় আবারও ইসরাইলি বিমান আগ্রাসন, পাল্টা জবাব হামাসের

Bangla Radio 4 views
ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি যুদ্ধবিমান গতরাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাংশে নতুন করে আগ্রাসন চালিয়েছে। শনিবার গাজা থেকে ইসরাইলকে লক্ষ্য করে রকেট ছোঁড়া হয়েছে এমন দাবি করে গাজার ওপর বিমান হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

ফিলিস্তিনের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গাজার খান ইউনুস শহরের পশ্চিম অংশে গত মধ্যরাতে ইসরাইলি বাহিনী হামলা চালায়। এছাড়া রাফাহ শহরের পূর্ব দিকে একটি কৃষি ক্ষেত্রেও ইহুদিবাদী বাহিনী হামলা চালিয়েছে। কিন্তু, ইসরাইল দাবি করেছে, গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে তারা হামলা চালিয়েছে।

এদিকে, ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান লক্ষ্য করে পাল্টা রকেট ছোঁড়া হয়। এছাড়া, ইসরাইলের বিভিন্ন স্থানে হামাস পাঁচটি রকেট ছোঁড়ে।

পরে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, “ইসরাইলের জঙ্গি বিমানের শত্রুতামূলক তৎপরতার বিরুদ্ধে আমাদের বিমান প্রতিরোধ ব্যবস্থা জবাব দিয়েছে।”#

 

Related

Add Comments