কমান্ডাররা বলছেন 'সফল': শেষ হলো ইরানের সামরিক বাহিনীর মহড়া

Bangla Radio 29 views
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর তিনদিনের যৌথ মহড়া শেষ হয়েছে। গত রোববার শুরু হয়ে আজ মঙ্গলবার পর্যন্ত জুলফিকার-১৪০০ নামের এ মহড়া চলে।

পারস্য উপসাগর, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশের প্রায় দশ লাখ বর্গ কিলোমিটার এলাকায় অনুষ্ঠিত মহড়ায় অংশ নিয়েছে ইরানের সামরিক বাহিনীর স্থল ইউনিট, নৌ, বিমান ও বিমান প্রতিরক্ষা ইউনিট।

ইরানি সামরিক বাহিনীর কমান্ডাররা মহড়া সফল বলে মন্তব্য করেছেন। এই মহড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের জন্য বার্তা বহন করেছে। মহড়ায় মোতায়েন করা হয় সাবমেরিন, যুদ্ধজাহাজ, বিমান, হেলিকপ্টার, রাডার ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এছাড়া, সামরিক বাহিনী তাদের সর্বাধুনিক কম্ব্যাট ও গোয়েন্দা ড্রোন মোতায়েন করে। এসব ড্রোন সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত।

মার্কিন সরকার ও তার মিত্রদের চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞার মধ্যেও ইরান সামরিক খাতে ব্যাপক অগ্রগতি লাভ করেছে- তিনদিনের মহড়ার মধ্যদিয়ে তা পরিষ্কারভাবে ফুটে উঠেছে।#    

Add Comments