আত্মসমর্পণের গুজব উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘আমি ও আমার বাহিনী এখানেই আছি। আমরা অস্ত্র সমর্পণ করব না। আমরা আমাদের দেশকে রক্ষা করব। ’
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
রাজধানী কিয়েভের একটি ভবনের সামনের সড়কে দাঁড়িয়ে নিজের করা ভিডিওতে ছড়িয়ে পড়া গুজব নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
গুজব ছড়িয়ে পড়েছে জেলেনস্কি নাকি ইউক্রেনের সেনাদের রাশিয়ার কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমি সেনাদের অস্ত্র সমর্পণের নির্দেশ দিয়েছি— অনলাইনে এমন অসংখ্য গুজব ছড়িয়ে পড়েছে। প্রকৃত সত্য হলো, আমি এখানেই আছি। এসব তথ্য মিথ্যা। ’
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে আনুমানিক এক লাখ বাসিন্দা ইতোমধ্যে তাদের ঘরবাড়ি ছেড়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে ৫০ লাখ মানুষ দেশটিতে ঘরছাড়া হতে পারে।#