ইউক্রেন সংকটের সর্বশেষ পরিস্থিতি। ইউক্রেনে টানা ৯ দিন ধরে সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। এই অভিযানে যুদ্ধবিধ্বস্ত দেশটির কয়েক’শ বেসামরিক মানুষ মারা গেছে, ১০ লাখের বেশি শরণার্থী হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে। রাশিয়া দাবি করছে, ইউক্রেনকে অসামরিকীকরণ এবং নাৎসিবাদ মুক্ত করার জন্য এই অভিযান চালানো হচ্ছে তবে মস্কোর এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো।#