ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘আমাকে ভয় দেখিয়ে কোনও লাভ নেই, চমকে কোনও লাভ নেই, মিথ্যে কথা বলে, কুৎসা করে কোনও লাভ নেই।’ তিনি আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘নির্বাচন হয়ে গেলে ৫ তারিখে আমি সরকার গঠন করলাম। ৬ তারিখে সহিংসতা শেষ হয়ে গেল। তার একমাস পরে, এখনও, কালও ভিক্ষে করেছে! ওদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, লক্ষ লক্ষ কোটি টাকার। বুঝুন, যাদের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি, তারা সারা দেশটাকে বিক্রি করে দিয়েছে! মানুষের সমস্ত পকেট কেড়ে নিয়েছে, শুধু পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়িয়ে ১৭ লক্ষ কোটি টাকার বেশি উপার্জন করেছে। তারা আবার কৌটো নাড়ে! বিড়াল বলে বকধার্মিক, তিনি মৎস্য খাইতে জানেন না! তাই ওদের বলি, বাঘ হয়েছ তো? ‘পুনর্মূষিক ভব’। আবার ইঁদুরে পরিণত হয়ে যাও, সেদিন বুঝতে পারবে কোনটা সঠিক, আর কোনটা সঠিক নয়।’
মমতা বলেন, ‘আজকে সরকারের ১১ বছর পূর্ণ হয়েছে। এই ১১ বছরে যা করে দিয়েছি, ক্ষমতা থাকলে আমি যে কাউকে চ্যালেঞ্জ জানাচ্ছি আমার মুখোমুখি হতে।’ ‘আমরা ভাঙি না, মানুষে মানুষে ভাঙি না (বিভাজন করি না)। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ ভাঙি না, পাহাড় সমতল ভাঙি না। আমরা মিলিয়ে দিই’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#