চীনের সঙ্গে সম্পর্ক বিনষ্টের কোনো তৎপরতাই সহ্য করা হবে না: পাকিস্তান

Bangla Radio 32 views
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছেন, চীনের সঙ্গে সুসম্পর্ক বিনষ্টের চেষ্টাকারীদের কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি আজ (রোববার) চীনের গুয়াংজু শহরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

বিলাওয়াল ভুট্টো আরও বলেন, পাকিস্তান ও চীনের কৌশলগত সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব শান্তির জন্য গুরুত্বপূর্ণ, এ ক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, গত মাসে করাচিতে চীনা নাগরিকদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে।

এ সময় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন ও আফগানিস্তানসহ বিশ্ব পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। তারা জাতিসংঘের ইশতেহার অনুযায়ী সমস্যা সমাধানের আহ্বান জানান।

এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এই বৈঠকের বিষয়ে এক বিবৃতিতে বলেছে, দুই নেতাই একমত হয়েছেন যে, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের গুরুত্ব আগের চেয়ে আরও বেড়েছে। #  

Add Comments