পাকিস্তানের করাচীতে বন্যায় প্রধান সড়কগুলো এখন নদীতে পরিণত হয়েছে। ম্যানহোল থেকে নির্গত নর্দমায় ঘর ভর্তি হয়ে গেছে।
রাস্তায় পানির সংস্পর্শে আসা এবং লোকজনের বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রোধ করতে ঘণ্টা বা দিনের জন্য বিদ্যুৎ স্থগিত করা হয়েছে। প্রাদেশিক দুর্যোগ এজেন্সি অনুসারে, ধ্বংসযজ্ঞটি বন্দর শহরটিকে কয়েক দিন ধরে স্থবির করে দিয়েছে। বন্যা মোকাবেলায় সরকারী প্রস্তুতির অভাবের কারণে এই ধ্বংসযজ্ঞটি হয়েছে বলে বাসিন্দাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। এমনকি বৃষ্টির কারণে করাচী প্লাবিত হওয়ার আগেই, শহরটি ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়, রাস্তাগুলি ভেঙে যায়।#