বাংলা ভাগ করার চেষ্টা হলে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাকে রক্ষা করব : অভিষেক বন্দ্যোপাধ্যায়

Bangla Radio 9 views
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘যদি কেউ বাংলা ভাগ করার চেষ্টা করে তাহলে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বাংলাকে রক্ষা করব। বাংলাকে ভাগ হতে দেবো না।’ তিনি আজ (মঙ্গলবার) ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানের এক জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

অভিষেক বলেন, ‘উত্তরবঙ্গ বলে কোনও শব্দ নেই আজ থেকে তৃণমূলের অভিধানেউত্তরবঙ্গ কথা মুছে গেছে আমাদের অভিধানে উত্তরবঙ্গ বলে কিছু নেই বিজেপির কোনও নেতা-কর্মীর যদি বুকের পাটা থাকে, আর বাপের ব্যাটা হও তাহলে বাংলা ভাগের চক্রান্ত করে দেখাও, কত ধানে কত চাল, যদি কড়ায়-গন্ডায় জবাব না দিই, আমার নাম  অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম আমি যা বলি আমি তা করি আর যেটা আমি পারব না, আমি আগে থেকে বলে দিই যে দাদা, ভাই, বন্ধুরা এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি করতে পারব না   

বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, ‘বিজেপি বলেছিল বছরে দু’কোটি বেকারের চাকরি দেব, হয়েছে? বলেছিল রান্নার গ্যাসের দাম কমবে, কমেছে? বলেছিল, পেট্রোল-ডিজেলের দাম কমবে, কমেছে? বলেছিল কেরোসিনের দাম কমবে, কমেছে? বলেছিল নোটবন্দি (নোট বাতিল) করে কালো টাকা ধ্বংস করব, হয়েছে?’ 

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একশো দিনের কাজের প্রকল্পের টাকা আটকে দেওয়ার তীব্র সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ইগোপ্রধানমন্ত্রীর দম্ভ বাংলার ১০ কোটি মানুষের থেকে বেশি বিজেপির নেতারা বলছেন, আমরা তো টাকা বন্ধ করে দিয়েছি! মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন, তোমার টাকাও লাগবে না, তোমার প্রকল্পের নামও লাগবে না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করে দেখাবেন  

তিনি বলেন, ‘দিল্লি কবে টাকা দেবে, সেই ভরসায় বাংলার মানুষ হাত পেতে নেই কীসের দিল্লির টাকা? এই টাকা বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এটা দিল্লি, গুজরাটের টাকা নয় একশো দিনের কাজের হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্রীয় সরকারবাংলা আবাস যোজনা’র প্রায় হাজার কোটি টাকা আটকে রেখে দিয়েছেপ্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা’র  প্রায় হাজার কোটি টাকার বেশি আটকে রেখে দিয়েছে কিন্তু বাংলা থেকে প্রত্যেক মাসে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে, ইনকাম ট্যাক্সের নাম করে, জিএসটি নাম করে, অমুক ট্যাক্স, তমুক ট্যাক্সের নামে   

মানুষ একসময়ে খেতে পাবে না শ্রীলংকা, আফগানিস্তানের যে পরিস্থিতি হয়েছে, ভারতবর্ষের মানুষ একই পরিস্থিতি তৈরি করবে এই বিজেপির বিরুদ্ধে বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।#

Related

Add Comments