ভারতের কেন্দ্রীয় সরকার হল ভেজাল সরকার : মমতা বন্দ্যোপাধ্যায়

Bangla Radio 15 views
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার হল ভেজাল সরকার। তিনি আজ (মঙ্গলবার) আলীপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কর্মী জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘মনে রাখবেন আজকে একশো শতাংশের উপরে ৫০০ টাকার নোট জালিয়াতি হয়ে গেছে, ভেজাল তৈরি করেছে। দু’জাজার টাকার নোট ভেজাল তৈরি করেছে। বিজেপি সরকারকে আগে বলতাম জুমলা সরকার। কিন্তু এখন বলি ভেজাল সরকার।’   

তিনি বলেন, ‘আপনার কী দোষ? ব্যাংক যদি আপনাকে দুনম্বরি টাকা দেয়? আপনি ওই টাকা নিয়ে জিনিস কিনতে গেলে পুলিশ আপনাকে ধরে বলবে টাকাটা তো জাল! কিন্তু জালটা হবে কোত্থেকে? কোথা থেকে এসেছে জাল নোট? আপনি যখন নোট বাতিল করেছিলেন, সবার টাকা টাকা ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু তারপরে কেন পদক্ষেপ গ্রহণ করেননি? কেন আপনি বাজারে ভেজাল নোট ছেড়ে দিয়েছেন?’

মমতা বলেন, ‘বিজেপি নির্বাচনের আগে কী বলেছিল? ‘গোর্খাল্যান্ড’ করব। নির্বাচনের পরে পালিয়ে গেছে। আমরা এটা করতে দেবো না। আগে তরাই-ডুয়ার্সে কত গণ্ডগোল ছিল? পাহাড়ের সাথে তরাই-ডুয়ার্সের বিবাদ বাধিয়ে দিয়েছিল। আমরা বিবাদ চাই না। পাহাড় যেমন আমার বন্ধু। তরাই-ডুয়ার্সও তেমন বন্ধু। বিজেপি কোনও কোনও লোকেদের বলছে, আমরা ‘উত্তরবঙ্গ’কে আলাদা করে দেবো। আমরা রক্ত দিতে তৈরি আছি, কিন্তু আমরা বাংলাকে ভাগ করতে দেবো না।’ এ প্রসঙ্গে রীবন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, পঞ্চানন বর্মাকে ভাগ করা যায় না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

Add Comments