ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বলেছেন, ‘এটা বাংলার সম্মান বাঁচানোর নির্বাচন। এই নির্বাচনটা দিল্লির নির্বাচন নয়, বাংলার নির্বাচন। বাংলার ইজ্জত বাঁচানোর নির্বাচন। বাংলাকে গুজরাট করতে দেবো না, এটা সেই নির্বাচন।’ তিনি আজ (শুক্রবার) পূর্ব বর্ধমান জেলার মেমারি ও মন্তেশ্বরের জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘আপনারা জানেন মা-ভাই-বোনেরা, আমাদের সরকার উন্নয়নের কথা বলে নির্বাচন করছে। আমরা দাঙ্গা করি না। আমরা উন্নয়ন করি। উন্নয়ন করে তারপরে আমরা বলি, আমরা করেছি, আগামীদিনে আমরা উন্নয়ন করব, সেজন্য আমাকে ভোট দিন। আমরা বিজেপির মতো ধান্দাবাজ নই, মিথ্যেবাদী নই এবং ভণ্ড তপস্বী নই।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে টার্গেট করে মমতা বলেন, ‘আমি কেন্দ্রীয় পুলিশ, রাজ্য পুলিশ সবাইকে সম্মান করি। কিন্তু অমিত শাহকে সমর্থন করি না। অমিত শাহ পুলিশদের বাজে কাজ করতে শেখায়। এটা নির্বাচন কমিশন নয়, অমিত শাহ। নির্বাচন কমিশনের অধীনে বলছে কাজ করছে সিআরপিএফ, সিএপিএফ। কিন্তু সব অমিত শাহ করছে। অমিত শাহের অফিস থেকে সমস্ত নির্দেশনা দেওয়া হচ্ছে। এত বাজে স্বরাষ্ট্র মন্ত্রী, এত গুণ্ডা স্বরাষ্ট্র মন্ত্রী, এত দাঙ্গাবাজ স্বরাষ্ট্র মন্ত্রী আমরা জীবনে দেখিনি!’
মমতা বলেন, ‘খেলা হবে। বিজেপিকে একটা করে গোল দিয়ে মাঠের বাইরে বের করে দিতে হবে যাতে আর কোনোদিন বাংলায় না আসতে পারে।’
তিনি বলেন, বিজেপি কেন ভোট চাইবে? কী করবে ওরা? খেয়ে দেয়ে মোটা হবে? এমনিতেই তো প্রচুর মোটা হয়ে গেছে খেয়ে খেয়ে। আগে একটা বিড়ি দিনে তিনবার টানতো। আর এখন গালগুলো লাল টুকটুকে বিলিতি ফল হয়ে গেছে। কী করবে? ৬ বছর তো দিল্লী দখল করে আছে। ডবল ইঞ্জিন কোথায় গেল? নোট বাতিল করল, লকডাউন করল, কোভিডে লোক মরে গেল। চাকরি খেয়ে নিল। রেল বন্ধ করে দিচ্ছে, কোল বন্ধ করে দিচ্ছে, বিএসএনএল বন্ধ করে দিচ্ছে, এয়ার ইন্ডিয়া বন্ধ করে দিছে! খাবেন কী আগামীদিন?
মমতা রাজ্যে পুনরায় তৃণমূল সরকার গঠনে তৃণমূল প্রার্থীদের জয়ী করার জন্য সকলের উদ্দেশ্যে আবেদন জানান।#