পাকিস্তানে বন্যায় ২৪ ঘণ্টায় ১১৯ জনের মৃত্যু

Bangla Radio 9 views
পাকিস্তানে চলতি মৌসুমে বন্যায় মৃত্যু এক হাজার ছাড়িয়ে গেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ (রোববার) জানিয়েছে, জুন থেকে আজ পর্যন্ত বন্যায় এক হাজার ৩৩ জন মারা গেছেন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১৯ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিন্ধু প্রদেশে। সেখানে মারা গেছে অন্তত ৩৪৭ জন। এছাড়া বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও ব্যাপক সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও কাতার জরুরি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। ইরান হচ্ছে পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। এরিমধ্যে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।

উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ। এর আগে সর্বশেষ ২০১০ সালে এমন বন্যা দেখেছিল পাকিস্তানের মানুষ। তবে এবারের পরিস্থিতি অতীতের চেয়ে কিছুটা ভিন্ন। কারণ পাকিস্তানে গত কয়েক মাস ধরে অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা প্রকট হয়েছে। এ অবস্থায় বন্যা মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। এ পর্যন্ত তিন কোটি ৩০ লাখের বেশি মানুষ বন্যার কবলে পড়েছে বলে সেদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।#

Add Comments