ইরান সফর করছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি।
ইরাকি প্রধানমন্ত্রী প্রভাবশালী ও ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদল নিয়ে ইরান সফর করছেন। তার সফরসঙ্গী হিসেবে আছেন সাতজন মন্ত্রী এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে ফোনালাপে বলেছেন, ইরান হচ্ছে তাদের প্রকৃত অংশীদার। কারণ ইরাকের কঠিন সময়ে ইরান সব সময় তাদের পাশে ছিল।
ইরান ও ইরাক হচ্ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দুই প্রতিবেশী দেশ। দুই দেশের মধ্যে আর্থ-রাজনৈতিক ঘনিষ্ঠ সম্পর্কের পাশাপাশি রয়েছে আন্তরিক ধর্মীয় সম্পর্ক।#