ট্রাম্প সমর্থকদের হামলা ও লুটতরাজের কিছু ভিডিওচিত্র

Bangla Radio 41 views
মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদ অধিবেশনস্থল ক্যাপিটল ভবনে জো বাইডেনের জয় অনুমোদন প্রক্রিয়ার সময় তাণ্ডব চালিয়েছে ট্রাম্প সমর্থক দাঙ্গাবাজরা। এসময় গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। এ সময় ব্যাপক লুটতরাজও চলে।

গতকাল (বুধবার) যখন ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ইলেকটোরাল কলেজের দেয়া ভোটগুলো গণনা হচ্ছিল এবং তা চূড়ান্তভাবে প্রত্যয়ন করা হচ্ছিল, ঠিক তখনই ট্রাম্প সমর্থক দাঙ্গাকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ক্যাপিটলের ভেতরে প্রবেশ করে। এ সময় ট্রাম্প সমর্থকরা ভবনের বিভিন্ন কক্ষে লুটতরাজ চালায়। ভাঙচুর করে। শেষ পর্যন্ত তাদের চেষ্টাকে ব্যর্থ করে বাইডেনকে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস। #

Add Comments